• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোষণাপত্র নিয়ে ঐক্যের পথে রাজনৈতিক দলগুলো

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ১৮:১০ অপরাহ্ণ
ঘোষণাপত্র নিয়ে ঐক্যের পথে রাজনৈতিক দলগুলো
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
লাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার পর ড. ইউনূস বৈঠকের কার্যক্রম উদ্বোধন করেন। বৈঠকে যোগ দিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে উপস্থিত হন।
বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অন্যান্য নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।প্রবেশের আগে বিএনপির সালাউদ্দিন আহমেদ জানান, বৈঠকের পর এ বিষয়ে মন্তব্য করবেন। নুরুল হক নূর বলেন, “একটি ঘোষণাপত্র দরকার ছিল, যা অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত করছে। আমরা আমাদের মতামত জানাবো।” বৈঠকটি নিয়ে দলগুলোর মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে।