• ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

টিউলিপের দুর্নীতিতে জড়ানোর কারণ ‘পারিবারিক জিন’ বললেন রিজভী

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১৮:৪৪ অপরাহ্ণ
টিউলিপের দুর্নীতিতে জড়ানোর কারণ ‘পারিবারিক জিন’ বললেন রিজভী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি এক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। রিজভী বলেন, “শেখ হাসিনা দেশের দুর্নীতির মডেল ছিলেন। তার শাসনামলে এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয়নি। এমনকি টিউলিপ, যে যুক্তরাজ্যে বেড়ে উঠেছে, ‘পারিবারিক জিন’ এর কারণে দুর্নীতির পথে হাঁটছে।” এ মন্তব্যটি তিনি রাজধানীর কেআইবি’র মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেন। রিজভী আরও দাবি করেন, “শেখ হাসিনার রাজনৈতিক আদর্শ ছিল না, তার সব কিছু ছিল উন্নয়নের নামে বিদেশে টাকা পাচারের খেলা।”
শেখ হাসিনার বিরুদ্ধে তার দাবি তুলে রিজভী বলেন, “এতদিন পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক দুর্নীতি ঘটে গেছে, কিন্তু তখনও তিনি উন্নয়নের নামে দেশবাসীকে বোকা বানাচ্ছেন।” তার মতে, শেখ হাসিনার সরকার সৎ উদ্দেশ্য নিয়ে দেশ পরিচালনা করেনি। তিনি প্রশ্ন তোলেন, “শেখ হাসিনাকে ভারতে কী ভিত্তিতে আশ্রয় দেওয়া হয়েছে?” এবং “এটা কি শুধু একটি রাজনৈতিক কৌশল ছিল?” রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলেছে।
এছাড়া, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা ও তার দল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলে, অথচ তারা ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের মর্যাদা হরণ করেছে। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, এটি ছিল সবার অংশগ্রহণের ফল।” রিজভী এই মন্তব্যের মাধ্যমে দলের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের চেতনা নিয়ে তারা যে রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।