• ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় শান্তির প্রথম আলো: বাইডেনের যুদ্ধবিরতির রোডম্যাপ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১৫:২২ অপরাহ্ণ
গাজায় শান্তির প্রথম আলো: বাইডেনের যুদ্ধবিরতির রোডম্যাপ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গাজায় চলমান সহিংসতার অবসান ঘটাতে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তিন ধাপের পরিকল্পনা উপস্থাপন করেছেন তিনি। প্রথম ধাপে ছয় সপ্তাহের জন্য সংঘাত বন্ধ থাকবে এবং বন্দি বিনিময়ের মাধ্যমে শান্তি প্রক্রিয়ার সূচনা হবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা এবং গাজার পুনর্গঠন প্রক্রিয়া বাস্তবায়িত হবে।
১৯ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া চুক্তির প্রথম ধাপে প্রতিদিন ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পাবে। এসময় হামাস ৩ জন জিম্মিকে মুক্তি দেবে এবং পর্যায়ক্রমে আরও ৩৩ জনকে মুক্তি দেওয়া হবে। রাফাহ সীমান্ত পুনরায় খোলা হবে, আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হবে এবং ইসরায়েলি বাহিনী ফিলাডেলফি করিডোর থেকে ৫০ দিনের মধ্যে সরে যাবে। বিরতির দ্বিতীয় পর্যায়ে, ইসরায়েলের হাতে বন্দি এক হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
তৃতীয় ধাপে গাজার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিকল্পনা কার্যকর হবে এবং বাকিদের মরদেহ হস্তান্তর করা হবে। তবে গাজার প্রশাসন পরিচালনার বিষয়ে বিতর্ক রয়ে গেছে। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রস্তাব দিলেও আরব দেশগুলো বলছে, তারা এ উদ্যোগ সমর্থন করবে কেবল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হলে। বাইডেন আশাবাদী, এই পরিকল্পনা গাজায় শান্তির নতুন সূচনা করবে।