বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্প-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। অভিযোগ, সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) কেনার পর যথাসময়ে তথ্য প্রকাশ না করে আইন ভেঙেছেন তিনি। ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে এক্স নামকরণ করা মাস্ক ৫ শতাংশ শেয়ারের মালিকানা কেনার পর তথ্য প্রকাশে ১১ দিন বিলম্ব করেন। এতে কম দামে শেয়ার কিনে ১৫০ মিলিয়ন ডলার সাশ্রয় করলেও, ক্ষতির মুখে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা।
ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়, তথ্য গোপনের সময় টুইটারের শেয়ারদর ২৭ শতাংশ বৃদ্ধি পায়। এ ঘটনায় মাস্ক প্রায় ৫০০ মিলিয়ন ডলারের শেয়ার কিনে ব্যক্তিগতভাবে লাভবান হন। তবে মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরো অভিযোগ অস্বীকার করে মামলাটিকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন। তার মতে, এটি শুধুমাত্র একটি নথি জমা না দেওয়ার বিষয়, যা নিয়ন্ত্রক সংস্থার হয়রানির প্রচেষ্টা ছাড়া কিছু নয়।
মাস্কের বিরুদ্ধে মামলার সময়টাও বেশ তাৎপর্যপূর্ণ। এসইসি চেয়ারম্যান গ্যারি জেন্সলার এর আগে ঘোষণা দিয়েছিলেন, ট্রাম্প ক্ষমতায় এলে তিনি পদত্যাগ করবেন। পাল্টা প্রতিশ্রুতিতে ট্রাম্প বলেছিলেন, দায়িত্ব নেয়ার দিনই জেন্সলারকে বরখাস্ত করা হবে। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই মাস্কের বিরুদ্ধে এ মামলা একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে।