ভোলার চরফ্যাশনে এক মর্মান্তিক ঘটনায় স্বামীর সঙ্গে অভিমান করে নিজের দেড় বছরের সন্তান মো. ইসমাইলকে কোলে নিয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছেন মাইমুনা বেগম সুখী (২২)। মাইমুনা বেঁচে গেলেও শিশুটি মারা গেছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন প্রশান্তি পার্ক এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাইমুনা এবং তার স্বামী আবদুর রহিমের দাম্পত্য জীবন কিছুদিন ভালোই ছিল, কিন্তু সম্প্রতি তাদের মধ্যে নানা কারণে ঝগড়া বেড়ে গিয়েছিল। সর্বশেষ ১৮ জানুয়ারি রাতে মোবাইল ফোন নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। পরদিন সকালে মাইমুনা তার ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু পরে তিনি মেঘনা নদীতে গিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেন। স্থানীয়রা মায়ের সাড়াশব্দ শুনে তাকে উদ্ধার করলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি, এবং তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
মাইমুনার স্বামী আবদুর রহিম জানান, “আমাদের মধ্যে সকালবেলা ঝগড়া হয়েছিল। আমি তার মোবাইলটি ফেলে দিয়েছিলাম, পরে মাইমুনা অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন।” চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তদন্ত করছে, তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।