• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত দেশ চান এম সাখাওয়াত

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৬:৫৪ অপরাহ্ণ
দুর্নীতিমুক্ত দেশ চান এম সাখাওয়াত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ঢালচরের চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, দেশের উন্নয়নে চোরদের নির্বাচিত করা যাবে না। শনিবার (১৮ জানুয়ারি) এ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের টাকায় দেশ উন্নত হতে পারত, কিন্তু দুর্নীতি ও অর্থপাচার সবকিছু নষ্ট করে দিচ্ছে। দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যে, তা রক্তের সঙ্গে মিশে গেছে।’
এম সাখাওয়াত আরও বলেন, ‘বর্তমানে দ্বিগুণ-তিনগুণ দামে জিনিস কিনতে হচ্ছে। যারা এই কাজ করছে, তাদের চিহ্নিত করুন। দ্বীপবাসীদের ভালো-মন্দ বিচার করে সিদ্ধান্ত নিতে হবে, কারা সত্যিকারের উন্নয়ন আনবে।’উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওসান কবির হোসেন। অনুষ্ঠান শেষে এম সাখাওয়াত মনপুরার রামনওয়াজ লঞ্চঘাট পরিদর্শন করেন।