• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জামায়াত আমিরের

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৯:০২ অপরাহ্ণ
মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জামায়াত আমিরের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের অধিকার এবং এটি কোনোভাবেই দমন করা উচিত নয়।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনের সময়ে বহু সাংবাদিক মতপ্রকাশের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সত্য প্রকাশে বাধা সৃষ্টি করা হয়েছে, যা আজও কোনো কোনো ক্ষেত্রে বিদ্যমান। তিনি বলেন, সাংবাদিকরা যদি তাদের ভূমিকা যথাযথভাবে পালন করতেন, তাহলে ফ্যাসিবাদী শাসন এভাবে দেশের ওপর জেঁকে বসতে পারতো না। জামায়াত নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
জামায়াত আমির আরও বলেন, সংবাদ মাধ্যমের কাজ সত্যকে তুলে ধরা, সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। এতে কোনো ব্যক্তিগত মতামত যোগ বা সত্যের বিকৃতি হওয়া উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সমাজে সত্য প্রকাশের ক্ষেত্রে বাধাগুলো দূর হবে।