• ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ চুরি রোধে কঠোর পদক্ষেপের দাবি শফিকুল আলমের

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১৮:৩২ অপরাহ্ণ
সংবাদ চুরি রোধে কঠোর পদক্ষেপের দাবি শফিকুল আলমের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনায় প্রধান উপদেষ্টা শফিকুল আলম সংবাদ চুরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা কঠোর পরিশ্রম করে একটি নিউজ তৈরি করেন, কিন্তু তা অন্যরা দ্রুত কপি করে নেয়, যা তাদের আয়ের উৎসে মারাত্মক প্রভাব ফেলে। শফিকুল আলম এর সাথে কপিরাইট ইনফোর্সমেন্টের গুরুত্ব তুলে ধরে জানান, এই চুরির কারণে সাংবাদিকদের বেতনও কমে যাচ্ছে এবং গণমাধ্যমের অস্তিত্ব বিপন্ন হচ্ছে।
আলোচনায় শফিকুল আলম আরও বলেন, সাংবাদিকদের উচিত নিজেদের অধিকারের বিষয়ে আওয়াজ তোলা এবং মালিকানার নির্দিষ্ট সীমা নির্ধারণ করা। তিনি সাংবাদিকদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দিতে হলে তাদের বেতন কাঠামো সংস্কারের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “গণমাধ্যমের মালিকদের অবশ্যই সাংবাদিকদের মূল্য দিতে হবে এবং তাদের বেতন নিশ্চিত করতে হবে।” এক্ষেত্রে, গণমাধ্যমের মালিকানা ও অর্থায়ন নিয়ে স্বচ্ছতা আনা এবং সঠিক পেশাদারিত্ব প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়।
এই আলোচনার অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিকতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠা, এবং সরকারের নিয়ন্ত্রণ রোধে একটি স্বতন্ত্র গণমাধ্যম কমিশন গঠনের দাবি উত্থাপন করা হয়। এতে আরও বলা হয়, সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন, সাইবার নিরাপত্তা আইন সংস্কার, এবং গণমাধ্যমের জন্য বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন। আলোচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, আইনজীবী, এবং সাইবার অ্যাকটিভিস্টরা।