• ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নিকটাত্মীয়দের দ্বারা শিশু নির্যাতন নতুন কিছু নয়

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ণ
নিকটাত্মীয়দের দ্বারা শিশু নির্যাতন নতুন কিছু নয়
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নিকটাত্মীয়দের কাছ থেকে শিশুদের নির্যাতনের শিকার হবার বিষয়টি ‘নতুন কিছু না’। ‍এ কখা বলেছেন অধিকারকর্মী শাশ্বতী বিপ্লব। তিনি বলেন, “এটা সবসময় শিশুদের জীবনের বাস্তবতা”। “কাকা-মামা এরকম যারা আছে, তাদের কাছেইতো আমরা তাদের (শিশুদের) দেই বা তারা তাদের কাছে যায়। কারণ তারা মনে করে এরা আপন লোক, পরিবারের লোক। সেই সুযোগটাই যখন একজন পেডোফাইল (শিশুকামী) পায়, সম্পর্ক যাই হোক না কেন – সে এটাকে ম্যানিপুলেট করে”, বলেন শাশ্বতী বিপ্লব।
এনিয়ে আরেক অধিকারকর্মী নিশাত সুলতানা বলেন, কিছু মানুষ তার অবদমিত ইচ্ছা পূরণের জন্য সহজ রাস্তা খোঁজেন। আর এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় থাকে পরিবারের শিশুরা। তিনি বলেন, “বাইরের মানুষের ক্ষেত্রে অনেক ধরনের প্রিকশন (সতর্কতামূলক ব্যবস্থা) নেওয়া হয়। কোথায় যাচ্ছে? কার সাথে যাচ্ছে? কিন্তু মামা, চাচাদের ক্ষেত্রে প্রশ্নগুলো করা হয় না। এই পরিজনদের সবাই বিশ্বাস করে, ফলে তারা সহজে এক্সেস পায়”। আর এই সহজ এক্সেসকেই ব্যবহার করে “বিশ্বাসের জায়গাটা এক্সপ্লয়েট করে তারা শিশুদের যৌন হয়রানি” করেন বলে মন্তব্য করেন মিজ সুলতানা।
খবর সূত্র: বিবিসি বাংলা