রাজধানীতে নাশকতার পরিকল্পনায় আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ১৭:৪০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সমসয় ডেস্ক:
রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রবিবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটির ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আফজাল খাঁন সুমন (৪২) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)। ডিবি জানায়, শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর নবোদয় হাউজিং থেকে আব্দুস সালেক, বিকেলে কদমতলীর মেরাজনগর থেকে জামাল উদ্দীন, সন্ধ্যায় পূর্ব রাজাবাজার এলাকা থেকে আফজাল খাঁন সুমন এবং রাত ৯টার দিকে ওয়ারী এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের বিভিন্ন বিভাগ একযোগে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত থেকে রাজধানীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের যেকোনো সহিংসতা বা নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।