গত ১০ বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনও কাজ করেনি জামায়াত: ফখরুল
দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ১৭:২৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামী রাজনীতি দাঁড়াতে পারছিলো না। জিয়াউর রহমান সেই সুযোগ করে দিয়েছিলেন। এরপর আমরাও তাদের কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত দশ বছরে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দলটি দৃশ্যমান কোনো কাজ করেনি।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ইসলামিক ফাউণ্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, শুনতে পাচ্ছি জামায়াতের টিকিট কাটলে নাকি বেহেশতের টিকিট কাঁটা হবে। এটা কোথায় লেখা আছে? ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না। মানুষকে বোকা বানানোর শিক্ষা ইসলামের নেই। এই বিষয়গুলো জনগণের সামনে বেশি করে আসা উচিত।
বিএনপির মহাসচিব আরও বলেন, একটি দল পিআর নিয়ে এতোদিন সমানে চিৎকার করলেও এখন সুর নরম করেছে। বর্তমানে দলটি নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। এ সময় পিআরের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।