• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা-তারেক-মনোনয়নঃ বিএনপির তিন চ্যালেঞ্জ

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১৯:৪৫ অপরাহ্ণ
খালেদা-তারেক-মনোনয়নঃ বিএনপির তিন চ্যালেঞ্জ
সংবাদটি শেয়ার করুন...
বিশেষ প্রতিনিধি:
নির্বাচনের আগে প্রধানত তিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। এগুলো হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনো ঠিক না হওয়া, খালেদা জিয়ার অসুস্থতা বৃদ্ধি এবং দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ-কোন্দল বেড়ে যাওয়া। এ নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের সকল স্তরেই। বিশেষ করে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন। কিংবা শেখ হাসিনার পতনের প্রায় পনের মাস পরেও তার ফিরে আসতে বিলম্ব হচ্ছে কেন- এ নিয়ে নানা ধরনের আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। এ থেকে মুক্ত নয় খোদ বিএনপিও।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত কিংবা সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপক সক্রিয় দেখা গেলেও দলটির সামনে কার্যত তিনটি বিষয় এখন বিশেষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাবেক শাসক দল বিএনপির নেতা-কর্মীদের ধারণা, নির্বাচন মানেই ক্ষমতার মসনদ নিশ্চিত। এ ধারণা জনমনেও ছিলো। কিন্তু এই ধারনায় ভাটির টান এরই মধ্যে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। শুধু তাই নয়।
উদ্বেগ রয়েছে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে কেন্দ্র করেও। দলের পক্ষ থেকে ‘উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি’ বলার হলেও তা দেশজুড়ে দলটির নেতাকর্মীদের তেমন আশ্বস্ত করতে পারছে না বলে মনে করা হচ্ছে। একই সাথে নির্বাচনকে সামনে রেখে অনেক নির্বাচনী এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে পৌছেছে। যা সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্ব হিমশিম খাচ্ছেন। বিরোধ তৈরি হয়েছে সমমনা দলগুলোর জন্য খালি রাখা আসন নিয়েও। এদিকে খালেদা জিয়ার অসুস্থতা কিংবা তারেক রহমানের ফেরা নিয়ে এখনো থাকা ‘অনিশ্চয়তা’ ছাড়াও বিএনপিকে এখন যে সংকট গভীর চিন্তায় ফেলেছে, তা হলে দলের মনোনয়নকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দল চরমে পৌছেছে। একদিকে দলটি যেসব আসনে প্রার্থিতা ঘোষণা করেছে, তার মধ্যে প্রায় ৫০টির মতো আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন বা বক্তব্য দিচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বিএনপির অন্য মনোনয়ন প্রত্যাশীরা।
তবে এটাকে সংকট হিসেবে মানতে নারাজ বিএনপির কোনকোন নীতি নির্ধারক। তাদের মতে বিএনপির মতো বড় দলে এটা স্বাভাবিক। তারা মনে করেন, এ অবস্থা থাকবে না। এবং নেতাকর্মীরা সবাই মিলেই সারাদেশে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবে। ডঃ খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে বলেন, মনোনয়ন নিয়ে দলের মধ্যে কাজ এখনো চলছে। শিগগিরই এ নিয়ে তৈরি হওয়া সমস্যা কেটে যাবে।