• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার আকস্মিক পদত্যাগ

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১৮:৩২ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার আকস্মিক পদত্যাগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আকস্মিকভাবে তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দেন। এর আগে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মাহফুজ আলম জানান, তিনি বহুবার বলেছেন—উপদেষ্টা পদে থেকেই নির্বাচনে অংশ নেওয়া ঠিক নয়; যদিও তাতে আইনি বাধা নেই, তবুও তিনি নিজে সেই নীতি অনুসরণ করতে চান।
অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের প্রশ্নে সরাসরি পদত্যাগের বিষয়টি নিশ্চিত না করলেও জানান, তিনি একটি সিস্টেমের মধ্যে আছেন এবং সেই নিয়ম অনুসরণ করছেন। তিনি আরও বলেন, তার পদত্যাগ সংক্রান্ত যেকোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে। এদিকে জানা গেছে, তিনি ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।