• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লঞ্চের ধাক্কায় ডুবল বালুবাহী বাল্কহেড

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ১৮:১৯ অপরাহ্ণ
লঞ্চের ধাক্কায় ডুবল বালুবাহী বাল্কহেড
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লা লঞ্চ ঘাটসংলগ্ন বুড়িগঙ্গার পূর্ব পাড়ে দুর্ঘটনাটি ঘটে। পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সদরঘাট থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে যাত্রা করা ‘বোগদাদীয়া-১৩’ নামের একটি লঞ্চ ফতুল্লা এলাকায় পৌঁছালে নদীতে নোঙর করা ‘জান্নাতি’ নামের বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়। বাল্কহেডে থাকা সুকানিসহ পাঁচ শ্রমিক তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
তিনি আরও জানান, ঘটনার পর ৯৯৯ নম্বরে খবর পেয়ে নৌ-পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। তবে কেউ নিখোঁজ হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পর লঞ্চটি জব্দ করে ফতুল্লা লঞ্চ টার্মিনালে নোঙর করে রাখা হলেও সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।