মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছোট বোনকে (১৪) ধর্ষণের অভিযোগে সৎ ভাই সুজন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইলের দেলদুয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অন্তঃসত্ত্বা ওই কিশোরীর মা সাটুরিয়া থানায় সৎ ছেলে সুজন মিয়াকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এর আগেই ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়।
অন্তঃসত্ত্বা ওই কিশোরী ও আসামি একই বাবার সন্তান। ওই কিশোরী অভিযোগ করে বলেন, মাকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পায়নি। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে নিজের সৎ ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে আসছে ওই কিশোরী। ধর্ষণে বাধা দিতে গেলে মারধর করা হতো তাকে।
এ ছাড়া ওই কিশোরীকে বিভিন্ন সময় নিজ ঘরে ধর্ষণ করত সৎ ভাই সুজন মিয়া। সুজন পেশায় মিষ্টি দোকানের কর্মচারী। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি এতদিন। সম্প্রতি শারীরিক পরিবর্তন দেখা দিলে মাকে সে পুরো ঘটনা খুলে বলে। পরে আলট্রাসনোগ্রামে ধরা পড়ে কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা।