• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে আরও কমল দৈনিক সংক্রমণ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১, ১৮:০০ অপরাহ্ণ
ভারতে আরও কমল দৈনিক সংক্রমণ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে আরও কমল দৈনিক সংক্রমণ।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন।

এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩০৮ জনের। শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এর আগে শুক্রবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৩৪ হাজার ৯৭৩ জন, মৃত্যু হয়েছিল ২৬০ জনের।

যদিও গতদিনের তুলনায় শনিবার মৃত্যু কিছুটা বেড়েছে। এর আগে দেশটিতে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন ও বুধবার আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৮৭৫ জন।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪২ হাজার ৩১৭ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩২ লাখ মানুষ। গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।