Home Uncategorized স্কুলে ভর্তির দাবিতে অনশনে দৃষ্টিপ্রতিবন্ধী শরীফ

স্কুলে ভর্তির দাবিতে অনশনে দৃষ্টিপ্রতিবন্ধী শরীফ

দখিনের সময় ডেস্ক : 

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির দাবি জানিয়ে অনশন শুরু করেছেন ঠাকুরগাঁওয়ের শরীফ আলী। মুন্সির হাট মাদরাসা পাড়ায় নিজ বাড়িতে রোববার (১২ সেপ্টেম্বর) তিনি এই অনশন শুরু করেন।

শরীফ জানান, তিন বছর বয়সে তিনি চোখ হারান। পরিবার ও সমাজের বোঝা হয়ে থাকতে চান না তিনি। তাই গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেন। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রথমে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও পরে সমাজসেবা কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে অনেকবার যোগাযোগ করেছেন। ইতোমধ্যে আট মাস পার হয়ে গেছে। সবাই তাকে আশ্বাস দিলেও কেউই তার ভর্তির বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে অনশনের পথ বেছে নিয়েছেন।

শরীফের বাবা রমজান আলীর অভিযোগ, গত জুলাই মাসে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বিভিন্ন স্কুলে গোপনে অর্ধশত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। অথচ দৃষ্টি প্রতিবন্ধীদের ভর্তির কোটা ও নিয়ম থাকলেও তা মানা হয়নি।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আল মামুন জানান, জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেলে শরীফ ভর্তি রয়েছে। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় হোস্টেলও বন্ধ। হোস্টেলের সংশ্লিষ্ট শিক্ষক ও জনবল সংকটের কারণে শিক্ষাকার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে শরীফের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বিষয়ে চেষ্টা চলছে।

উল্লেখ্য, সরকারি তথ্যানুযায়ী ঠাকুরগাঁও জেলায় মোট ১ হাজার ৬৬৮ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় অধিকাংশ শিক্ষার্থীই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments