চাচার বিরুদ্ধে চতুর্থ শ্রেণি পড়ুয়া ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১, ০০:৪৯ পূর্বাহ্ণ
প্রতীকী ছবি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে কাটাদিয়া গ্রামে চাচার বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, অসুস্থ অবস্থায় রোববার (১২ সেপ্টেম্বর) এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিশুর চিকিৎসা চলছে। তবে পরীক্ষা করার পর বলতে পারব, শিশুর সঙ্গে কী হয়েছিল?
শিশুটির বাবা জানান, রোববার দুপুরে প্রতিবেশী মৃত আসমত আলী খানের ছেলে শাহ আলম আমার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে তরকারি কাটানোর কথা বলে ঘরে ডেকে নেন। শাহ আলম তিন সন্তানের জনক। তাকে আমার মেয়ে চাচা বলে ডাকে।
তিনি আরও বলেন, আমার মেয়ে যখন ঘরে ফিরে আসে তখন দেখি তার পায়জামা রক্তাক্ত। তার মাকে বিষয়টি দেখতে বললে দেখে, প্রস্রাবের রাস্তা থেকে রক্তক্ষরণ হচ্ছে। মেয়ের কাছে জানতে চাইলে সে বিস্তারিত বলে। বিকেলেই মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করাই।
তিনি জানান, চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তিন ব্যাগ রক্ত প্রয়োজন শিশুটির। রক্ত সংগ্রহের জন্য চেষ্টা করছেন দিনমজুর এই বাবা।
এদিকে শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার খবর নিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।