রাজশাহী মহানগরে মো. শান্ত নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামায়াত কর্মী মো. শান্ত নগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকার সাত্তার আলীর ছেলে এবং জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানা কর্মী ছিলেন।
পূর্বশত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় নিহত শান্তের সঙ্গে ওই এলাকার কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা শান্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতলের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। তার শরীরে অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
জামায়াতের রাজপাড়া থানার সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, সুদের টাকার প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছে বলে শুনেছি। এদিকে, রাজশাহী নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বুধবার রাতে একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ঋণের সুদ আদায়ের প্রতিবাদ করায় বসুয়া গ্রামের নয়ন এবং তার সহযোগীরা শান্তকে ছুরিকাঘাতে হত্যা করেছে।