• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের হাতে সমকামী বাবা খুন

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১, ০২:১০ পূর্বাহ্ণ
ছেলের হাতে সমকামী বাবা খুন
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বাবার সমকামী সম্পর্কের জেরে সম্পত্তি হারানোর আশঙ্কায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করলো একমাত্র ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে। খুনের ঘটনায় প্রথমে অন্য তিন জনকে ফাঁসানোর চেষ্টা করে ওই যুবক। কিন্তু পরে নিজের অপরাধের কথা স্বীকার করে সে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, যুবকের নাম সুমিত কুমার। জিজ্ঞসাবাদে ওই যুবক পুলিশকে জানিয়েছে, মুজফ্ফরনগরের খাতাউলি এলাকার এক পুরুষের সাথে সম্পর্ক ছিল তার বাবার। এই ঘটনায় পরিবারের সম্মানহানি হচ্ছিল। তাই বাবাকে খুন করেছে সে। গত ১৮ অগস্ট সুমিতের বাবা রশপালের মরদেহ উদ্ধার করা হয় আখের ক্ষেত থেকে। তার বুকে আঘাতের চিহ্ন ছিল। তার পরে সুমিত নিজেই থানায় অন্য তিন জনের নামে অভিযোগ দায়ের করে।

ঘটনার তদন্ত শুরু করার পরে পুলিশ জানতে পারে রশপালের সমকামী সম্পর্ক নিয়ে আপত্তি ছিল পরিবারের। তার পরেই সুমিতকে জেরা শুরু করে তারা। অবশেষে জেরায় খুনের কথা স্বীকার করে সে।

সুমিত জানায়, তার বাবা সব সম্পত্তি ওই ব্যক্তিকে দিতে চেয়েছিলেন। তাই বাধ্য হয়েই খুন করেছে সে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্র‍ঃ আনন্দবাজার পত্রিকা