দখিনের সময় ডেক্স:
বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনে আরও ৩ হাজার ৯শ ৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। এদিকে করোনার নতুন কেন্দ্রস্থল ভারতে বেড়েই চলছে সংক্রমণ। ভারতে একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে ৯৩ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ হাজার ১শ ৪০ জনের। দেশটিতে মোট প্রাণহানির ৭৯ হাজার ৭শ’র বেশি।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছে আরও ৪২১ জন। দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা সাড়ে ৭০ হাজার ছাড়িয়েছে। পাশের দেশ যুক্তরাষ্ট্রে আরও ৩১ হাজার ৮৫৭জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৯২ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৮ হাজার ৫শ ছাড়িয়েছে।
এদিকে শুক্রবার থেকে ইসরায়েলে দ্বিতীয় দফার লকডাউন শুরু হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানইয়াহু জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় তিন সপ্তাহের জন্য লকডাউনের এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর প্রভাবে চলছে অপ্রতিরোধ্য মহামারী।