• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা চিকিৎসায় আফ্রিকান ভেষজ ওষুধ পরীক্ষার প্রটোকল অনুমোদন

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ণ
করোনা চিকিৎসায় আফ্রিকান ভেষজ ওষুধ পরীক্ষার প্রটোকল অনুমোদন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
করোনাভাইরাস ও একই ধরণের ভাইরাসের বিরুদ্ধে সম্ভাব্য চিকিৎসায় আফ্রিকান ভেষজ ওষুধ পরীক্ষার প্রটোকল অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে এই প্রটোকল অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ এবং আরও দুটি সংস্থার কর্মীরা করোনার চিকিৎসায় ভেষজ ওষুধের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার পাশাপাশি তথ্য ও সুরক্ষা নিরীক্ষণ বোর্ড গঠনে বিভিন্ন শর্তে অনুমোদন দেন।
কয়েকমাস আগে মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা আর্টেমেসিয়া নামে একটি ভেষজ উদ্ভিদ থেকে তৈরি পানীয় করোনা সারাতে সক্ষম এমন দাবি জানিয়েছিলেন। তার দাবির প্রেক্ষিতেই  বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেষজ ওষুধ পরীক্ষার প্রটোকলের অনুমোদন দেয়া হয়।