• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় প্রতারক সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০, ১৪:৩৫ অপরাহ্ণ
অস্ত্র মামলায় প্রতারক সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার:
অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র মামলার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন সাহেদ- এমন আশাই ছিল রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামিপক্ষের দাবি ছিল, ন্যায় বিচার পেলে খালাস পাবেন সাহেদ। করোনার ভূয়া রিপোর্ট, প্রতারণাসহ নানান অভিযোগে গেলো ১৫ই জুলাই সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হন সাহেদ। পরে অভিযানে গিয়ে উদ্ধার হয় অস্ত্র।

এ ঘটনায় ৩০শে জুলাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। আর ২৭শে আগস্ট সাহেদের বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে মাত্র ৫ কার্যদিবসে আলেচিত মামলায় ১১ জনের সাক্ষ্য নেন আদালত। পরের ৩ কার্যদিবসে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ২৮শে সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেন বিচারক।  এদিকে, প্রতারণা টাকা আত্মসাত, টাকা পাচারসহ আরো বেশকটি মামলা আছে সাহেদের বিরুদ্ধে।