• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আইন মন্ত্রণালয়ের অনেক ক্ষমতা যাচ্ছে সুপ্রিম কোর্টের হাতে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ণ
আইন মন্ত্রণালয়ের অনেক ক্ষমতা যাচ্ছে সুপ্রিম কোর্টের হাতে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সমসয় ডেস্ক:
অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা আইন মন্ত্রণালয়ের পরিবর্তে সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’-এর খসড়াকে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন পেলে সুপ্রিম কোর্ট নিজস্ব সচিবালয়ের অধীনে বিচারক বদলি, পদায়ন, পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি আদালতের নিজস্ব বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা থাকবে, যা বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। তিনি আরও জানান, প্রস্তাবিত অধ্যাদেশটি নিয়ে উপদেষ্টা পরিষদে দীর্ঘ আলোচনা হয়েছে। যেহেতু এতে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, তাই অর্থ উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নেওয়া প্রয়োজন হবে। এসব পরামর্শের পর খসড়াটি পুনরায় পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।