চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে হঠাৎ আগুন লাগে কারখানার আট তলায়, যা মুহূর্তেই নিচের দুই তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দুপুর ২টা ১০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৬টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো, ফলে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের একাধিক ইউনিট কাজ করছে, তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, “ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।” এদিকে, আগুনে পুরো এলাকাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।