• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ২০:০৫ অপরাহ্ণ
হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বুধবার (১২ নভেম্বর) এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এই কারণে তারা জামিন বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার সূত্রে জানা গেছে, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে সম্প্রতি মনোমালিন্য সৃষ্টি হয়। রিয়া মনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেয় হিরো আলম। ২১ জুন হাতিরঝিল থানার আওতাধীন একটি বাসায় তাদের মধ্যে মিমাংসার জন্য ডাকা হয়। ওইদিন রিয়া মনিসহ তার পরিবার ঘটনাস্থলে পৌঁছালে আসামিসহ অজ্ঞাত ১০-১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে হিরো আলম ও তার সহযোগীরা রিয়ার বর্তমান ঠিকানায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাকে জখম করেন। সেই সাথে রিয়ার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেন চুরি করা হয়। এ ঘটনায় ২৩ জুন রিয়া মনির করা অভিযোগের ভিত্তিতে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়।