• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সোম-মঙ্গলবার

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০, ১৮:১০ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সোম-মঙ্গলবার
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার:
এইএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী সোম অথবা মঙ্গলবার। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক অনলাইন আলোচনায় এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শিক্ষার্থীদের যতটা সম্ভব নিরাপদে রেখেই পরীক্ষা আয়োজন ও স্কুল খোলা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, কোভিড বিষয়ক জাতীয় কমিটির সাথে যোগাযোগ রাখছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের পরামর্শ পরিস্থিতির উপর পর্যবেক্ষণে করে পরীক্ষা আয়োজনের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানোর ইঙ্গিতও দেন শিক্ষামন্ত্রী। জানান, একবারে দীর্ঘ সময়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সম্ভব নয়। তাই দফায় দফায় ছুটি বাড়ানো হচ্ছে।
অনলাইন মতবিনিময় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সংযুক্ত ছিলেন।