• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মিন্নির আপিল

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৬, ২০২০, ১৮:২৭ অপরাহ্ণ
মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মিন্নির আপিল
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার:
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। আপিলে মৃত্যুদণ্ড থেকে মিন্নির খালাস চাওয়া হয়েছে।গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে নয়ন বন্ড ও তার বন্ধুরা রিফাত শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
গত শনিবার সন্ধ্যায় রিফাত হত্যা মামলার ৪২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এর পরই আপিল করতে ঢাকায় রওনা হন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। গেল ৪ সেপ্টেম্বর মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় রিফাতের স্ত্রী  আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাস দেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)। এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)। এদের মধ্যে মুসা এখনও পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে নয়ন বন্ড ও তার বন্ধুরা রিফাত শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ২৭ জুন বরগুনা থানায় নয়ন বন্ডকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
এ ঘটনায় বাদী ৬ জুলাই মিন্নিকে আসামি করার জন্য বরগুনা থানায় একটি আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. হুমায়ূন কবির ১৬ জুলাই আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করেন। ১৯ জুলাই মিন্নি ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মিন্নিকে বরগুনা জেলা জজ ৩০ জুলাই জামিন নামঞ্জুর করলে সেই আদেশের বিরুদ্ধে মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর হাইকোর্টে জামিনের আবেদন করেন। এরপর উচ্চ আদালত জামিন মঞ্জুর করলে কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি পান মিন্নি। এরপর থেকে জামিনেই ছিলেন মিন্নি। কিন্তু মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মিন্নিকে ফের কারাগারে পাঠানো হয়।