দখিনের সময় ডেক্স:
করোনাভাইরাসে বিশ্বে আবারও বাড়ছে শনাক্ত ও মৃতের সংখ্যা। বিশ্বে একদিনে রেকর্ড ৩ লাখ ৪৮ হাজারের বেশি করোনা শনাক্ত হয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে। আর, একদিনে বিশ্বে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪শ’ ২৪ জনের। মোট মৃতের সংখ্যা ১০ লাখ ৬৬ হাজারের বেশি।
তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের দু’টি অঙ্গরাজ্য ছাড়া সবকটি অঙ্গ রাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। গত মে মাসের পর নিউজার্সিতে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৩শ’ একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফ্লোরিডায় নতুন করে ৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।
নতুন করে সংক্রমণ বাড়ায় নিউইয়র্কের ১৬৯টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত ৭৮ লাখ ৩৩ হাজারের বেশি। মোট মৃতের সংখ্যা দুই লাখ ১৭ হাজার।
যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ১৭ হাজার ৫শ’ ৪০ জন শনাক্ত হয়েছে। দেশটিতে মোট শনাক্ত ৫লাখ ৬১ হাজারের বেশি। প্রাণ হারিয়েছে ৪২ হাজার মানুষ।করোনার সংক্রমণ বাড়ছে ইতালিতেও।