• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে : বাণিজ্যমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৮:৫২ পূর্বাহ্ণ
সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে : বাণিজ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে গেলেও সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরনের পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে শুক্রবার(২৫ ফেব্রুয়ারী) বিকেলে এসএমই শিল্প ও বাণিজ্য মেলার  উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নতমানের দেশীয় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, স্বল্প পুঁজিতে ধীরে ধীরে বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়া সম্ভব। তাই মানুষেরর ভাগ্য পরিবর্তনে ব্যবসার বিকল্প নেই।