• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ধর্ষণ মামলা, স্ত্রীর পাঁচ বছরের কারাদন্ড

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০, ০৭:২৪ পূর্বাহ্ণ
স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ধর্ষণ মামলা, স্ত্রীর পাঁচ বছরের কারাদন্ড
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

ধর্ষণের মিথ্যা অভিযোগ করায় জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই নারীর বাড়ি সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে। বিচারক মো. রুস্তম আলী এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, চলতি বছর ১৭ আগস্ট জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের রবিউল ইসলাম খঞ্জনের স্ত্রী মুন্নুজান বিবি বাদী হয়ে তার মেয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ করেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এতে একই গ্রামের মারুফ হোসেন ও তার বাবা-মাসহ চারজনকে আসামি করা হয়।

অভিযোগের পর আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন আদালতে জমা হওয়ার আগেই গত মঙ্গলবার মুন্নুজান বিবি আসামিদের সঙ্গে আপস করার দাবি করে ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। এ সময় তিনি মামলার অভিযোগ সত্য নয় বলেও আদালতের কাছে স্বীকার করেন। এতে বিচারক মো. রুস্তম আলী মিথ্যা অভিযোগ করায় বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদ- দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ  বলেন, জয়পুরহাটে নারী-শিশু ধর্ষণের মামলা ক্রমেই বাড়ছে। এই মামলাগুলো নিছক কারণেই করা হচ্ছে। মিথ্যা মামলার কারণে ইতোমধ্যে সংশ্লিষ্ট আদালত মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই বাদীকে ৫ বছর করে সশ্রম কারাদ- দিয়েছেন। এটি একটি গ্রেট মেসেজ। এ ধরনের মিথ্যা মামলার বাদীকে যদি সাজা দেওয়া হয়, তা হলে আগামীতে মিথ্যা মামলা করা থেকে মানুষ বিরত থাকবে বলেও আমার বিশ্বাস।