Home আদালত স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ধর্ষণ মামলা, স্ত্রীর পাঁচ বছরের কারাদন্ড

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ধর্ষণ মামলা, স্ত্রীর পাঁচ বছরের কারাদন্ড

দখিনের সময় ডেক্স:

ধর্ষণের মিথ্যা অভিযোগ করায় জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই নারীর বাড়ি সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে। বিচারক মো. রুস্তম আলী এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, চলতি বছর ১৭ আগস্ট জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের রবিউল ইসলাম খঞ্জনের স্ত্রী মুন্নুজান বিবি বাদী হয়ে তার মেয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ করেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এতে একই গ্রামের মারুফ হোসেন ও তার বাবা-মাসহ চারজনকে আসামি করা হয়।

অভিযোগের পর আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন আদালতে জমা হওয়ার আগেই গত মঙ্গলবার মুন্নুজান বিবি আসামিদের সঙ্গে আপস করার দাবি করে ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। এ সময় তিনি মামলার অভিযোগ সত্য নয় বলেও আদালতের কাছে স্বীকার করেন। এতে বিচারক মো. রুস্তম আলী মিথ্যা অভিযোগ করায় বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদ- দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ  বলেন, জয়পুরহাটে নারী-শিশু ধর্ষণের মামলা ক্রমেই বাড়ছে। এই মামলাগুলো নিছক কারণেই করা হচ্ছে। মিথ্যা মামলার কারণে ইতোমধ্যে সংশ্লিষ্ট আদালত মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই বাদীকে ৫ বছর করে সশ্রম কারাদ- দিয়েছেন। এটি একটি গ্রেট মেসেজ। এ ধরনের মিথ্যা মামলার বাদীকে যদি সাজা দেওয়া হয়, তা হলে আগামীতে মিথ্যা মামলা করা থেকে মানুষ বিরত থাকবে বলেও আমার বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ

দখিনের সময় ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনে কর্মরত অস্থায়ী এক নারী কর্মচারী এই অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই কলকাতার হেয়ার...

রহস্যঘেরা মিল্টন সমাদ্দার, বের হচ্ছে ভয়ংকর সব তথ্য

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর সব অপকর্মের অভিযোগ ওঠায় মিল্টন সমাদ্দারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি...

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

Recent Comments