• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দখিনের সময়-এর বর্ষপূর্তির উদ্বোধন করলেন নঈম নিজাম

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০, ২০:১২ অপরাহ্ণ
দখিনের সময়-এর বর্ষপূর্তির উদ্বোধন করলেন নঈম নিজাম
সংবাদটি শেয়ার করুন...

রাসেল হোসেন:

দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের সময়-এর বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। আজ(১৪) নভেম্বর বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকয় অবস্থিত বাংলাদেশ প্রতিদিন-এর কার্যালয়ের সম্মেলন কক্ষে দৈনিক দখিনের সময়-এর বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব।করোনা পরিস্থিতির কারণে বিশেষ ব্যবস্থাপনায়  এধরনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, কঠিন পথ চলায় দৈনিক দখিনের সময়-এর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। পত্রিকাটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় ২০১৮ সালের ১ অক্টোবর। এর আগে যথাসময়ে প্রচলিত ধারায় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হলেও চলমান করোনা পরিস্থিতির কারণে এবার তা সম্ভব হয়নি। বিকল্প হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশেষ ব্যবস্থায় ।

দৈনিক দখিনের সময়-এর তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠানের উদ্বোধনকালে পত্রিকাটির সর্বাঙ্গিণ মঙ্গল কামনা করে জ্যেষ্ঠ সাংবাদিক নঈম নিজাম বলেন, করোনাসহ নানান কারণে দেশের গণমাধ্যম কঠিন সময় অতিক্রম করছে। এ বাস্তবতা বিবেচনায় রেখে দৈনিক দখিনের সময়কে অগ্রসর হতে হবে বলে মন্তব্য করেন দেশের বরেন্য সাংবাদিক নঈম নিজাম। নিজের অভিজ্ঞতার আলোকে দেশের অন্যতম সফল সম্পাদক নঈম নিজাম বলেন, যেকোন পত্রিকার জন্য পাঠকের আস্থা অর্জন হচ্ছে মুখ্য বিষয়। এ জন্য তিনি পাঠকের চাহিদার বিষয়ে যত্নবান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন। দৈনিক দখিনের সময় পরিবার, পাঠক-শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক নঈম নিজাম ।