Home মতামত ভবিষ্যতে এমন বন্যা আরও হবে

ভবিষ্যতে এমন বন্যা আরও হবে

আইনুন নিশাত:

সিলেট ও সুনামগঞ্জে বন্যার প্রধান কারণ বৃষ্টি। মেঘালয়তে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। শনিবার সারা দিন সিলেট শহরেও বৃষ্টি হয়েছে। তবে আগে থেকেই নদীর পানি অনেক উঁচুতে ছিল। বর্তমানে টানা বর্ষণের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তবে আষাঢ় মাসে বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক। এই বৃষ্টি এবার সিলেট অঞ্চলের বন্যার প্রধান কারণ।

আষাঢ়-শ্রাবণে প্রাকৃতিক বৈশিষ্ট্যর জন্যই বন্যা হয়। বেশি বৃষ্টি হয়ে বন্যা হতেই পারে। তবে এটি জেনেও যদি কোনো প্রস্তুতি বা ব্যবস্থাপনা না থাকে, তাহলে বন্যা মোকাবিলা করা সম্ভব নয়। সবেচেয়ে বড় বিষয়, ‍সিলেট-সুনামগঞ্জ শহরে বন্যা নিয়ন্ত্রণকারী কোনো বাঁধ নেই। ফলে সেখানে নদী উপচে পানি উঠছে, বন্যা হচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও হবে। এর জন্য প্রস্ততি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবে বর্তমান বন্যার্তদের পাশে দাড়াতে হবে। জরুরি ভিত্তিতে স্কুল-কলেজ বন্ধ করে আশ্রয়কেন্দ্র ও বন্যায় দুর্গতদের ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

এমন বন্যার ঘটনা প্রতি ৪ থেকে ৫ বছর পর বারবার হয়। ফের ৪ থেকে ৫ বছর পর এমন পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ প্রকৃতি কীভাবে আচরণ করবে এটি ভালোভাবে বুঝে নিয়ে তার প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। এ বছরের যে বন্যা সৃষ্টি হয়েছে, এর পানি নামানোর কোনো উপায় নেই। ফলে এ বছর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। ত্রাণ কার্যক্রম বাড়াতে হবে, দ্রুত পানিবন্দি মানুষদের আশ্রয় প্রকল্পে সরিয়ে নিতে হবে।

২০০৪ সালে কোনো একটি কাজের জন্য সুনামগঞ্জ সার্কিট হাউজে ছিলাম। সেখানে তিন দিন ছিলাম, তবে পাঁচ দিন থাকার কথা ছিল। একপর্যায় টের পেলাম ঢাকা-সুনামগঞ্জ রাস্তাটা ডুবে যাবে। সে সময় তাৎক্ষণিক গাড়ি নিয়ে রওনা দিলাম। কারণ ওই সড়কটি পানিতে ডুবে গেলে তা পরিষ্কার করতে কমপক্ষে ৪ থেকে ৫ দিন সময় লাগবে। যখন গাড়ি নিয়ে রওনা দেই, ওই সময় রাস্তার ওপর গোড়ালি সমান পানি প্রবাহিত হচ্ছে। সিলেট শহর পার হওয়ার পর সুনামগঞ্জের অন্য কলিগরা ফোন দিয়ে বলেন, ‘স্যার আপনি তো কোনো রকম পার হয়েছেন, এখন ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এত পরমাণ পানি বেড়েছে।’

মোট কথা, এসব নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। কারণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে।

# আইনুন নিশাত : পানিসম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments