Home অন্যান্য ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০ সম্পন্ন

ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥

মানবতা ও জনকল্যাণমূলক আন্তর্জাতিক সংগঠন ‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’-এর উদ্যোগে আয়োজিত ১৭ই ও ১৮ই জুলাই তারিখে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক অনলাইন যুব সম্মেলন ‘ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০: ফাইট করোনা উইন ফিউচার’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের তরুণদেরকে নেতৃত্বদানে ও টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে একত্রিত করছে।

এই আন্তর্জাতিক ভার্চ্যুয়াল ইয়ুথ সামিটে বিশ্বের ১০০টি দেশ থেকে ১০০০ তরুন ও স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৫ জন বিশেষজ্ঞ ও তরুণ চিন্তাবিদ আলোচনায় অংশ নিয়েছে। ২৪ ঘন্টার এই ম্যারাথন সামিট যা এই করোনাকালীন সময়ে শুধু বাংলাদেশে নয় বিশ্বে প্রথম ।

১৭ই জুলাই সকাল ১১টায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৮ই জুলাই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রী ওয়ান আহমাদ ফয়সাল। রাতে মালয়েশিয়ার সেলানগর স্টেট অ্যাসেম্বলি রিপ্রেজেন্ট এবং সেলানগর স্টেট এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ‘গনবতিরাও ভেরামান’ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’এর স্বপ্নদ্রষ্টা এডভোকেট প্রেসিডেন্ট রাওমান স্মিতা তার বক্তব্যে বলেন, এই করোনাকালীন সময়ে আমাদের এই উদ্যোগ সবাইকে সাহস যোগাবে এবং এই সংগঠন দক্ষ মানব তৈরীতে কাজ করে যাবে। তিনি সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সমস্ত স্পীকার, সংগঠনের প্রতিটি সদস্য এবং সকল অনলাইন অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের জেনারেল সেক্রেটারী এডভোকেট খালেদ মাসুদ তার বক্তব্যে পৃথিবীর তরুনদের সমস্ত প্রতিকুলতা মোকাবেলা করে জয়ের জন্য এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, করোনা থেকে জয়ের জন্য একমাত্র তরুনদেরকেই সাহসী ভূমিকা পালন করতে হবে।

জয়েন্ট সেক্রেটারী মোঃ সোলায়মান আহম্মেদ জীসান সামিটের প্রথম ও দ্বিতীয় দিন অনুষ্ঠানের শুরুতে পুরো সামিট সম্পর্কে আলোচনা করে সবাইকে হাতে হাত মিলিয়ে পৃথিবীর সমস্ত সমস্যা দুরীকরনে সামাজিক কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

১৮ জুলাই ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২০ কর্মসূচিতে বিশ্বের ২২ জন তরুনকে বিভিন্ন ক্যাটাগরিতে লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তাদের নামসহ ক্যাটাগরি উল্লেখ করা হলোঃ মাহিন মেহরাব (ইয়ুথ আইকন), ডক্টর জুনিয়াস সিলভা( লিডারশীপ), হাম্মাদ খান( শান্তি), মোহাম্মদ এমতিয়াজ(শিক্ষা), আরভেনড এপলাসামি( সোশ্যাল ওয়ার্ক), শুভ্রদেব হালদার( স্বাস্থ্য), ডাঃ মহসিন কামাল ( শান্তি), তাসমিহা নুহিয়া আহম্মেদ ( ডেমোক্রেসি), মোহাম্মদ সায়েদ( শিক্ষা), শেখ ইনজামামুজ্জামান( শিক্ষা), ভিক্টোরিয়া পি সোরিয়ানো( লিডারশীপ), অতুল ধীর ( পরিবেশ), থারাকা নন্দসুরিয়া( লিডারশীপ), শোয়েতা মজুমদার ( সোশ্যাল ওয়ার্ক), আব্দুলালেম আঞ্জোলাওলুওয়া আডিমোলা ওসিনুগা (এন্টারপ্রিনিউরশিপ), অমিলা রুমেশ জোসেফ ( লিডারশীপ), গামিনি মুহান্দিরাম ( লিডারশীপ), শ্রেয়ান্থ কুরে (লিডারশীপ), ফারজিন মোহামেদ (লিডারশীপ), মোহাম্মদ আব্বাস (শান্তি), নাজরিন ফায়েজ(লিডারশীপ) এবং রাঙ্গা অরেগোডা (লিডারশীপ)।

ভার্চুয়াল ইয়ুথ সামিটের আলোচ্য বিষয়গুলো হলো সুস্বাস্থ্য ও মানসিক সমৃদ্ধি , টেকসই উন্নয়ন ও মানবাধিকার, শিক্ষা ও ইকোনমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি। এছাড়া যুব পর্যটন, বিশ্ব সংস্কৃতি আদান-প্রদান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জলবায়ু পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষে এরপর বিশ্বের তরুণ নেতাদের গোলটেবিল আলোচনা সভা এবং ভার্চুয়াল সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে সমাপনি ঘোষনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোবাইল ডেটা দ্রুত শেষ হচ্ছে? এই কাজ করলে বাঁচবে খরচ

দখিনের সময় ডেস্ক: মোবাইলে ইন্টারনেটের ব্যবহার প্রতিদিনই বাড়ছে। ফলে খরচও বাড়ছে। প্রতিদিন ২ জিবি'র ইন্টারনেট প্যাকেজে কেনার পরও অনেকের কাজ শেষ হওয়ার আগেই ডেটা শেষ...

সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যর্থতার দায় ভোগ করতে হচ্ছে গ্রাহককে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যর্থতার দায় সাধারণ গ্রাহকদের ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গত মঙ্গলবার (৩০ এপ্রিল)...

২ কোটি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন?

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তার শীর্ষে থাকা মেটার মালিকানাধীন এই অ্যাপটি ২ কোটিরও বেশি...

এসির ফ্যানের গতি বাড়ালে কী গাড়ির মাইলেজ কমে?

দখিনের সময় ডেস্ক: গ্রীষ্মকালে এসি ছাড়া গাড়িতে ভ্রমণ করা কষ্টকর। তাই গরমের কারণে গাড়িতে এসির ব্যবহার বাড়ছে। গাড়ির এসি চালু করার সঙ্গে সঙ্গেই প্রথম যেটা...

Recent Comments