Home আদালত ধর্ষণের মিথ্যা মামলা করায় রোজিনা আক্তারের ৫ বছরের কারাদণ্ড

ধর্ষণের মিথ্যা মামলা করায় রোজিনা আক্তারের ৫ বছরের কারাদণ্ড

দখিওেনর সময় ডেস্ক:

কক্সবাজারে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় রোজিনা আক্তার নামের এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার(২৯ আগস্ট) বিকেলে এই রায় দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২–এর বিচারক মো. মশিউর রহমান খান। দণ্ডপ্রাপ্ত রোজিনা আক্তার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামের বাসিন্দা। একই এলাকার মো. আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের বিশেষ কৌঁসুলি সৈয়দ মো. রেজাউর রহমান বলেন, রোজিনা আক্তার ২০০৯ সালে মো. আলীর বিরুদ্ধে মহেশখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রেজাউর রহমান বলেন, এরপর ওই মামলা থেকে বিচারক মো. আলীকে অব্যাহতি দেন। পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানি করার অভিযোগে রোজিনার বিরুদ্ধে পাল্টা মামলা করেন মো. আলী। ওই মামলায় রোজিনার পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অটল: হোয়াইট হাউস

দখিনের সময় ডেস্কঃ মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কিরবি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট...

ছিলেন দিনমজুর, পানি বেচেই চীনের শীর্ষ ধনী তিনি

দখিনের সময় ডেস্কঃ এই মুহূর্তে এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় থাকা দ্বিতীয় ব্যক্তি চীনের ঝং শানশান। ভারতের বিজনেস টাইকুন গৌতম আদানিকে পেছনে ফেলে তিনি এই স্থানে...

হজের পূর্ণ পরিকল্পনা প্রকাশ সৌদির

দখিনের সময় ডেস্কঃ আসন্ন হজ মৌসুম নিয়ে নিজেদের পূর্ণ পরিকল্পনা প্রকাশ করেছে সৌদি আরব। ২০২০ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারির পর এবারই সবচেয়ে বড়...

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, চলছে তল্লাশি

দখিনের সময় ডেস্কঃ বোমা আছে, যাত্রীর এমন চিৎকারে মধ্যরাতে আতঙ্ক ছড়াল ভারতের কলকাতা বিমানবন্দরে ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে। তারপর দ্রুত উড়োজাহাজ খালি করে শুরু...

Recent Comments