আগৈলঝাড়ায় ব্যবসায়ী আবদুল মালেক হাওলাদারের মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নিজ পরিবারেই। স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনেছেন একমাত্র জামাতা আসাদুল হক পাইক ওরফে বুলু। মালেকের তিন পুত্রসহ সাতজনকে দায়ী করে তিনি আদালতে অভিযোগ দায়ের করেছেন। আদালতের নির্দেশে গত বুধবার কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।
স্বজনরা জানান, আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের প্রবীণ ব্যবসায়ী আবদুল মালেক হাওলাদার গত ৮ মার্চ রাতে নিজ বাড়িতে মারা যান। পর দিন সকালে তাকে দাফন করা হয়। এদিকে মালেক হাওলাদারের জামাতা আসাদুল হক পাইক ওরফে বুলু বিষয়টি নিয়ে আপত্তি করেন। শ্বশুরকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে তিনি গত ১৫ মার্চ বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করেন।