Home পুজিঁবাজার আবারও ফ্লোর প্রাইস আসছে ১৬৮ কোম্পানির শেয়ারে

আবারও ফ্লোর প্রাইস আসছে ১৬৮ কোম্পানির শেয়ারে

দখিনের সময় ডেস্ক:
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আবারও ১৬৮টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর বিএসইসি এই ১৬৮টি কোম্পানির ফ্লোর প্রাইস বাতিল করে শেয়ার দর কমার ক্ষেত্রে সবনিন্ম ১ শতাংশ সার্কিট ব্রেকার বেধে দিয়েছিল। সূত্র: শেয়ারনিউজ২৪।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলামের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি একেএম মিজান উর রশীদ চৌধুরী ও ডা. মহসিন খান। সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্য পরিষদের নেতারা।
বিএসইসির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে মিজানুর রশীদ বলেন, ১৬৮টি কোম্পানির শেয়ারে আবারও ফ্লোর প্রাইস বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কোম্পানিগুলোর গত ১০ দিনের শেয়ারের গড় দর হিসাব করে ফ্লোর প্রাইস নির্ধারণ করা হবে।
এছাড়া, শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তারল্য বাড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে ২৫০ কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে। যা আইসিবির মাধ্যমে বাজারকে সাপোর্ট দেওয়ার হবে বলে জানিয়েছেন ডা. মহসিন খান।
এছাড়াও আরও কয়েকটি ফান্ড শেয়ারবাজারে নিয়ে আসার জন্য কাজ করছে বিএসইসি। অন্যদিকে, বাকি কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস অপরিবর্তিত থাকবে। বাজার ভালো না হওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম...

বজ্রপাত কি আগের চেয়ে বেড়েছে?

দখিনের সময় ডেস্ক: আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশে উত্তরাঞ্চল এবং উত্তর–পশ্চিমাঞ্চলে বজ্রপাত বেশি ঘটে থাকে। গ্রীষ্মে এসব অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এ রকম পরিস্থিতির তৈরি হয়।...

বজ্রপাতে ৩৮ দিনে  ৭৪ জনের মৃত্যু

দখিনের সময় ডেস্ক: স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) জানিয়েছে, গত ৩৮ দিনে বজ্রপাতে ৩৫ জন কৃষকসহ অন্তত ৭৪ জনের মৃত্যু...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক ইতিহাস সম্মেলন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্মেলন “আঞ্চলিক ইতিহাস সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস...

Recent Comments