• ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্লোর প্রাইস ভাঙ্গা কোম্পানির ঝলক অব্যাহত

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৬, ২০২৩, ২১:৪৫ অপরাহ্ণ
ফ্লোর প্রাইস ভাঙ্গা কোম্পানির ঝলক অব্যাহত
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ মার্চ) ৫৩টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে। এর মধ্যে বেশির ভাগ কোম্পানি দর বৃদ্ধির শীর্ষ তালিকায়ও স্থান করে নিয়েছিল।

আজ সোমবার( (৬ মার্চ) ফ্লোর প্রাইস ভাঙ্গা কোম্পানির শেয়ারে ঝলক অব্যাহত থাকে। কোম্পানিগুলোর শেয়ার দর বেশ ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন করে। কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিল, লিগ্যাছি ফুটওয়ার, খান ব্রাদার্স, পদ্মা লাইফ, বিডি থাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নেয়।

এদিকে, ডমিনেজ স্টিলের শেয়ার আজই প্রথম ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে। প্রথম দিনেই কোম্পানিটির শেয়ার লেনদেনের শেষ পর্যন্ত সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে ক্রেতাশুন্য থাকে। যার মাধ্যমে কোম্পানিটির শেয়ার আজ ডিএসইতে বৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে উঠে আসে।