Home পুজিঁবাজার শেয়ারবাজার পর্যালোচনা, মুনাফা তোলার চাপে উত্থান পতনে শেয়ারবাজার

শেয়ারবাজার পর্যালোচনা, মুনাফা তোলার চাপে উত্থান পতনে শেয়ারবাজার

দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ মন্দা কাটিয়ে কিছুটা ঘুরে দাড়িয়েছে দেশের শেয়ারবাজার। গত দুই দিন শেয়ারবাজারে লেনদেন এবং সূচকের উত্থানের ফলে বিনিয়োগকারীরা কিছুটা মুনাফাযর ধারায় ছিল। সেই মুনাফা আজ মঙ্গলবার (৭ মার্চ)  শেয়ার বিক্রির মাধ্যমে ক্যাশ করার চেষ্টায় ছিল বেশিরভাগ নিয়োগকারী। যে কারণে আজ শেয়ারবাজার উত্থান পতনের মাধ্যমে দিন পার হয়েছে। সূত্র: শেয়ারনিউজ২৪।
এদিকে দীর্ঘদিন বাজার খারাপ থাকার কারণে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ফ্লোর প্রাইসে অবস্থান করছিল। এই সময়ে যে সকল বিনিয়োগকারী ফ্লোর প্রাইসে শেয়ারবাজারে বিনিয়োগ করেছে, সেই সকল বিনিয়োগকারী এখন কিছুটা মুনাফায় রয়েছেন। কারণ গত দুই দিন ধরে বেশ কিছু কোম্পানি ফ্লোর প্রাইস ভেঙ্গে উপরে লেনদেন করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ১১০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির। ডিএসইতে ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৭ কোটি ৮৪ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৫ পয়েন্টে। সিএসইতে ১৬৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ৪৭টির এবং ৮২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ১৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক ইতিহাস সম্মেলন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্মেলন “আঞ্চলিক ইতিহাস সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস...

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মালেক, জসিম-হেপি ভাইস চেয়ারম্যান

দখিনের সময় ডেস্ক: বরিশাল সদর চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন (তালা)...

গাধার দুধের এক কেজি চিজের দাম ৭৯ হাজার টাকা

দখিনের সময় ডেস্ক: অবাক হলেও সত্যি বলকান প্রজাতির গাধার খাঁটি দুধ দিয়ে তৈরি এক কেজি চিজের দাম  ৭৯ হাজার টাকা। সার্বিয়ার সেরা চিজ প্রস্তুতকারী স্লোবোদান...

গাধা মোটেই বোকা নয়

দখিনের সময় ডেস্ক: কোনো ভুল করলে, কখনো বোকামি করলে গাধার সঙ্গে তুলনা করা হ। যেনো বোকার হদ্দ হচ্ছে গাধা। কিন্তু বাস্তবতা মোটেই তা নয়। আমরা...

Recent Comments