Home অন্যান্য প্রশাসন অবসরে গেলেন ক্লিন ইমেজের আমিনুল ইসলাম, নতুন স্বরাষ্ট্র সচিব মোস্তাফিজুর রহমান

অবসরে গেলেন ক্লিন ইমেজের আমিনুল ইসলাম, নতুন স্বরাষ্ট্র সচিব মোস্তাফিজুর রহমান

বিশেষ প্রতিনিধি:
স্মরণকালের ক্লিন ইমেজের স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম খান অবসরে গেছেন। আজ বৃহস্পতিবার(৩০র্মাচ) ছিলো তাঁর শেষ কর্মদিবস। এদিকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ভূমি মন্ত্রনালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানকে। এ নিয়োগ কার্যকর হবে ৩১ র্মাচ থেকে। খুনলার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর্দাথ বিজ্ঞানের ছাত্র।
বিদায়ী স্বারাষ্ট্র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে পদায়নের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব পদে হিসেবে র্কমরত ছিলেন। শিক্ষা মন্ত্রনালয়ে তিনি যোগদান করেন ২০২২এর ১৩ ফেব্রুয়ারী। এর আগে তিনি  কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. আমিনুল ইসলাম খান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত সচিব পদে।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে মোঃ আমিনুল ইসলাম খান ১৯৮৯ সালে চাকুরি জীবন শুরু করেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রথম সচিব (শ্রম) হিসেবে বাংলাদেশ দূতাবাস, কাতার এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েট-এর এশিয়া আঞ্চলিক যুব কেন্দ্রের প্রধান হিসেবে কর্মরত ছিলেন মোঃ আমিনুল ইসলাম খান।
মোঃ আমিনুল ইসলাম খান ওআইসি সম্মেলন, বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন, কমনওয়েলথ হেডস অব গভর্ণমেন্টস এন্ড ইয়ুথ মিনিস্টার্স মিটিং-এ অংশগ্রহণ করেন। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলনে তিনি কৌশলগত পেপার উপস্থাপন ও স্পীকার হিসেবে বক্তব্য প্রদান করেছেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্পীকার হিসেবে বক্তৃতা করেছেন। তিনি বাংলাদেশের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস (প্রশাসন) একাডেমি, নায়েম, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, বিয়ামসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এলামনাই সোসাইটির সাধারণ সম্পাদক। এছাড়া বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত মোঃ আমিনুল ইসলাম খান।
বরিশালের কৃতি সন্তান মোঃ আমিনুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়’র ইংরেজি বিভাগ হতে বি এ অনার্স ও এম, এ এবং এলএলবি ডিগ্রী অর্জন করেন। তার সহধর্মিনী বেগম রায়হানা তাসনীম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আপনি কি খুব বেশি ঘুমাচ্ছেন?

দখিনের সময় ডেস্ক: যদিও ঘুমের ক্ষেত্রে প্রত্যেকেরই আলাদা চাহিদা থাকে, তবে দীর্ঘ সময় ধরে ঘুমানো মাঝে মাঝে শরীরের ভেতরের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। অতিরিক্ত...

এসি গ্যাস লিক করলে করণীয় কী?

দখিনের সময় ডেস্ক: হঠাৎ দেখছেন এসির বাতাস কমে গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি থেকে যতটা ঠান্ডা আসার কথা ততটা আসছে না। কিন্তু কেন? সাধারণত ফিল্টার নোংরা হলে...

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম...

বজ্রপাত কি আগের চেয়ে বেড়েছে?

দখিনের সময় ডেস্ক: আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশে উত্তরাঞ্চল এবং উত্তর–পশ্চিমাঞ্চলে বজ্রপাত বেশি ঘটে থাকে। গ্রীষ্মে এসব অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এ রকম পরিস্থিতির তৈরি হয়।...

Recent Comments