• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজেট হবে গরীব বান্ধব: অর্থমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২৩, ১২:০১ অপরাহ্ণ
বাজেট হবে গরীব বান্ধব: অর্থমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সরকার দেশের মানুষকে ঠকাবে না মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাজেটে বিশেষ কোন চাপ নেই। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে ধারাবাহিকতা থাকছে এবারের বাজেটে। যা হবে গরীব বান্ধব।’ আজ বৃহস্পতিবার (১ জুন) সকালে বাজেট পেশের আগে গুলশানের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বিপুল আকারে এবার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় বাড়ছে। এ বাজেট দিয়ে এবারও সফল হবে সরকার। আওয়ামী লীগ সরকার কাউকে গরীব করে কিছু অর্জন করতে চায় না।’ এসময় তিনি আরও বলেন, ‘সরকারের দেয়া এ যাবৎকালের সব বাজেট নির্বাচনকে ঘিরে তাই এ নিয়ে বিশেষ কিছু নেই এবার।’
অর্থমন্ত্রী জানান, নিজে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এ বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। প্রস্তাবিত বাজেটটি দেওয়ার মধ্যমে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে বলেও মনে করেন তিনি।