• ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণ: চার পুলিশসহ আহত পাঁচ

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৯, ২০২০, ০৫:৪২ পূর্বাহ্ণ
রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণ: চার পুলিশসহ আহত পাঁচ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক ‍॥

রাজধানী ঢাকার পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনায় চার জন পুলিশসহ মোট পাঁচ জন আহত হয়েছেন। বুধবার (২৯জুলাই) ভোর পাঁচটা নাগাদ পল্লবী থানার ভেতরে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হযচ্ছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়েছে। ধারণা করা হচ্ছে, জব্দকৃত ওজন মাপা যন্ত্রের ভেতর বোমা স্থাপন করে রাখা হয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের জানিয়েছেন, একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটেছে। তার মতে, এটি কোন জঙ্গি তৎপরতা নয়। এর আগে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন  বলেছেন, ‘গোপন সূত্রের খবরে গতকাল (২৮ জুলাই) তিনজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছিল পল্লবী থানার পুলিশ। তাদের কাছ থেকে দুইটি পিস্তল আর জিনিসপত্র উদ্ধার করা হয়। তার মধ্যে ওয়েট মেশিনের (ওজন পরিমাপ করার যন্ত্র) মতো দেখতে একটি বস্তু ছিল। আজ (২৯জুলাই) সকাল সাতটার দিকে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে চার জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়। তাদের মধ্যে ওসি তদন্ত, একজন এসআই ও দুইজন পিএসআই রয়েছেন।

পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের পর পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারা পল্লবী থানায় এসে তদন্ত শুরু করেছেন। আটককৃত ব্যক্তিদের এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে একজন সাংবাদিক গণমাধ্যমে জানিয়েছেন, সকাল ১১টার দিকে থানার ভেতরের একটি কক্ষে আরও দুইটি বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।

উল্লেখ্য, এমন সময়ে এ ঘটনা ঘটলো যখন সম্প্রতি দেশ জুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে পুলিশকে টার্গেট করে বা পুলিশ স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। ২৫জুলাই শনিবার পল্টন এলাকা থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। তার আগের দিন শুক্রবার পল্টনে একটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।