আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্র ও আশপাশের ২০০ গজ এলাকার ভেতরে লাউড স্পিকার বা অন্য কোনো শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক মানুষের সমাবেশ, মিছিল বা সভা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। একইসঙ্গে ইট-পাথরসহ যেকোনো বস্তু অসৎ উদ্দেশ্যে বহন এবং অস্ত্র-গোলাবারুদ বা বিস্ফোরক দ্রব্য বহনও কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইন ২০০৯-এর ৩০, ৩১ ও ৩৪ ধারার অধীনে এই নির্দেশনা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জনস্বার্থে জারি করা এ নির্দেশনার কপি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।