Home আন্তর্জাতিক গভীর খাদে ৪৪ আরোহী নিয়ে স্কুলবাস

গভীর খাদে ৪৪ আরোহী নিয়ে স্কুলবাস

দখিনের সময় ডেস্ক:
নিউইয়র্কে ৪৪ আরোহী নিয়ে গভীর খাদে পড়েছে স্কুলবাস। এতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। খবর বিবিসির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বাসটি ভাড়া নিয়ে শিক্ষার্থীরা লং আইসল্যান্ডে একটি ব্যান্ড ক্যাম্পে যাচ্ছিল।
পথিমধ্যে বাসের সামনের চাকায় ত্রুটি দেখা দেয় এবং ওয়ায়ান্ডা শহরের কাছাকাছি এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ছয়টি আঞ্চলিক হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। তারা হলেন- জিনা পেলেটিয়ের (৪৩) এবং বিট্রিস ফেরারি (৭৭)। স্কুলের ওয়েবসাইট অনুসারে, পেলেটিয়ের স্কুলের মিউজিক প্রোগ্রামে কাজ করতেন। তবে লং আইসল্যান্ডের মিউজিক কমিউনিটির ওয়েবসাইটে বলা হয়েছে, পেলেটিয়ের ফার্মিংডেল হাইস্কুলের ব্যান্ডের পরিচালক ছিলেন।
বিবিসি জানিয়েছে, ফার্মিংডেল হাইস্কুলের পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ব্যান্ড ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এজন্য স্কুলের পক্ষ থেকে ছয়টি বাস ভাড়া করা হয়েছিল। দুর্ঘটনাকবলিত বাসটি সেগুলোর একটি। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল এক সংবাদ সম্মেলনে জানান, বাসটি কিয়েক মিনিটের মধ্যেই ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটি দুর্ঘটনায় পড়ার ৪৫ মিনিটের মধ্যে উদ্ধার করা হয়েছে। এতে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ১৫ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্যাস্ট্রিক থেকে চিরতরে মুক্তি দিতে পারে এই ৫ মশলা

দখিনের সময় ডেস্ক: গ্যাস্ট্রিক মানুষের নিত্যদিনের সঙ্গী। সকাল শুরু হয় বুকজ্বালা, পেটের মধ্যে মোচড়, চোয়া ঢেঁকুর দিয়ে। সেই রেশ দিনভর থাকে। ওষুধ খেয়ে তার পর...

শীতে ঠোঁট ফাটার সমস্যা কীভাবে এড়াবেন?

দখিনের সময় ডেস্ক: শীতের সময় ঘনিয়ে আসছে। এখন থেকেই ঠোঁট শুকিয়ে চামড়ায় টান পড়ছে। মুখে হালকা ময়েশ্চারাইজার মাখতেই হচ্ছে। আর কয়েকদিন পর থেকে বেছে নিতে...

শীতে পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে ব্যবস্থা নিন এখনই

দখিনের সময় ডেস্ক: ঋতু পরিবর্তনের পালাক্রমে শীত আসন্ন, ক’দিন বাদেই দেখা মিলবে। প্রকৃতির সেই প্রভাব পড়ে মানুষের ওপরও। এই সময় ত্বক হয়ে ওঠে শুষ্ক, রুক্ষ...

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সেরনিয়াবাত সাদিক

দখিনের সময় রিপোর্ট: জনপ্রিয়তা যাচাই করার সুযোগ করেদেবার জন্য প্রধানমন্ত্রী ও আওযামী  লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

Recent Comments