সি আর সি ফাউন্ডেশন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৫০৫ নম্বর কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র তুলে দেন সি আর সি ফাউন্ডেশন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ; ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. আলমগীর মোল্লা।ঈদ বস্ত্র বিতরণ শেষে শিশুদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন উপদেষ্টামন্ডলী এবং সংগঠনের সদস্যবৃন্দ।
এসময়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সি আর সি, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাকে আমার শুভকামনা। প্রতিষ্ঠার পর থেকেই তারা এমন বিভিন্ন মহৎ উদ্যোগ নিয়েছে। এ ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি তাদের সকল আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের মঙ্গল বয়ে আনবে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি শাওমি আহমেদ বলেন, ” সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এই আনন্দ ভাগাভাগি করেতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও এই সংগঠন এই ধরণের কার্যক্রম পরিচালনা করবে।আমাদেরকে সহোযোগিতা করার জন্য সম্মানিত শিক্ষকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। ” সাধারণ সম্পাদক উম্মে রুমানা আর্নিকা বলেন, “আমরা আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে শিশুদের ঈদ আনন্দ উপভোগ করার প্রচেষ্টা করেছি। আজ ক্ষুদ্র পরিসরের আয়োজন হলেও আমরা প্রতিনিয়ত এই সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করে যাবো।”