খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন পড়ায় এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২০ এপ্রিলের পরীক্ষাটি একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (১৯ মার্চ) বোর্ডের ওয়েবসাইটে নতুন সময়সূচি প্রকাশ করা হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল, বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মে, এরপর ১০ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। নতুন রুটিন অনুযায়ী পরীক্ষার অন্যান্য সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।