• ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শুরুতেই সমন্বয়হীনতা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ণ
শুরুতেই সমন্বয়হীনতা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
অধিভুক্তির পর সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য না দিয়ে অসহযোগিতা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাবি প্রথমে সাত কলেজের চারটি বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করেও সব তথ্য না পাওয়ায় রেজিস্ট্রেশন, ফরম পূরণ, ভর্তিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তথ্য চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে চারবার ও কলেজগুলোকে দুবার চিঠি পাঠিয়ে তথ্য পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়।
এরপর শিক্ষা মন্ত্রণালয়-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যস্থতায় সেই সমস্যার সমাধান হয়। এরপর প্রায়ই সাত কলেজের শিক্ষার্থীদের মাঠে নামানো হতো বিভিন্ন দাবিতে। এসবের পেছনে হারুনের হাত ছিল বলে সবসময় অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এত দিন শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশ, ঢাবির ইস্যু করা সনদ থেকে ‘এফিলেটেড’ শব্দ বাদ দেওয়ার দাবি জানালেও ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। এ দাবি প্রথমে তিতুমীর কলেজ করলেও এখন সাত কলেজের সবাই একই দাবি করছে। ইতোমধ্যে কিছু শিক্ষার্থী তিতুমীর কলেজের মেইন ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়ে দিয়েছে।শুধু তা-ই নয়, আগস্ট থেকে বিভিন্ন দাবিতে অর্ধশতাধিকবার রাস্তা বন্ধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে সভাপতি করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি শুরু করেন।