বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবস্থিত কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ, ২০২৪) সাবেক সভাপতি মোঃ শাওনুর রহমান শাওন ও সাবেক সাধারন সম্পাদক হাসিবুর রহমান হাসিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নতুন কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মৃদুল ইসলামকে সভাপতি ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান লিমনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
৪৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যা হলেন সহ-সভাপতি: মোঃ মিরাজুল ইসলাম, মোঃ তুহিন হোসেন, জিনিয়া আফরিন, বীথি আক্তার, লিয়ান হোসেন, নাজনীন আক্তার উষ্ণ, রাহুল হোসেন, রিয়াদ আল মামুন, আহসানুল কবির শান্ত, রাকিব আহম্মেদ, আফরিনা আফরিন । সহ-সম্পাদক: আকাশ আলমগীর মুন্না, মোঃ আল – আমিন, মোঃ শাকিল আহমেদ, মোঃ মাহফুজুর রহমান মাহফুজ, মোঃ রনি আহমেদ, মোছাঃ মেধা মালিথা। সাংগঠনিক সম্পাদক: মোঃ সৈকত হোসেন। সহ-সাংগাঠনিক সম্পাদকঃ মোঃ মানিক , মোঃ জনি আহম্মেদ , মোছাঃ জান্নাতুল ফেরদৌস ববি মোছাঃ সম্পা আক্তার। অর্থ সম্পাদক আলীম রেজা ও দপ্তর সম্পাদক তামিম ইকবাল রাজু।
নবর্নিবাচিত সভাপতি মোঃ মৃদুল ইসলাম বলেন, বিগত কমিটি আলহামদুলিল্লাহ সফলভাবে তাদের দায়িত্ব পালন করছে। আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী একবছর আরো সুষ্ঠু সুন্দর ভাবে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘকে আরো এগিয়ে নিয়ে যাবো। নবর্নিবাচিত সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান লিমন আরো বলেন কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি নিঃস্বার্থ অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের কোন সদস্য সংগঠন থেকে কোন কিছূ আশা করেনা। এর কার্যক্রম অত্যন্ত সুন্দর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবামূলক এই ধরনের নিঃস্বার্থ একটি সংগঠন বিশাল পরিবর্তন আনবে বলে আমি মনে করি। এই ধরনের একটি সংগঠনের সদস্য ও সাধারণ সম্পাদক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার দায়িত্ব নিঃস্বার্থ ভাবে ইনশাআল্লাহ পালন করব। পরিশেষে সংগঠনের বৃহৎ স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ববিস্থ কুষ্টিয়া জেলার সকল শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।