• ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর দুর্দান্ত গোলে আল নাস্‌রের বড় জয়

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ণ
রোনালদোর দুর্দান্ত গোলে আল নাস্‌রের বড় জয়
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ক্রিস্টিয়ানো রোনালদোর দৃষ্টিনন্দন গোলে আল ফায়হার বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে আল নাস্‌র। চলমান সৌদি প্রো লিগের নতুন আসরে তার দল পেল প্রথম  গতকাল মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে লি ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকার গোলে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা।
প্রথমার্ধের যোগ করা সময়ের দশম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ ফ্রি কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রোনালদো। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। সাফল্যেভরা ক্যারিয়ারে এই নিয়ে ৬৪ বার সরাসরি ফ্রি কিকে গোল করলেন রোনালদো। লিওনেল মেসির রেকর্ড (৬৫) স্পর্শ করতে আর একটি দরকার পর্তুগিজ ফরোয়ার্ডের।
ম্যাচের ৮৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন মার্সেলো ব্রোজোভিচ। পরের মিনিটে ব্যবধান কমান সাকালা। অবশ্য শেষ মুহূর্তে তালিসকার দ্বিতীয় গোলে ৩ গোলের ব্যবধান নিয়ে ম্যাচ শেষ করে আল নাস্‌র।