বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর—সাবেক অধিনায়ক তামিম ইকবাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গত ২৪ মার্চ ডিপিএলের ম্যাচ চলাকালে গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসকদের তৎপরতায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন এই তারকা। শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। চিকিৎসকরা আগেই তার সুস্থতার বিষয়ে ইতিবাচক খবর দিয়েছিলেন, তবে ভবিষ্যতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কঠোর ডায়েট মেনে চলার পরামর্শ দিয়েছেন।
সেদিন সাভারের বিকেএসপিতে ম্যাচ চলাকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রথমে পার্শ্ববর্তী কেপিজে হাসপাতালে নেওয়া হলেও মাঠে ফিরে আসার চেষ্টা করেন তিনি। তবে পরবর্তী সময়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তাকে আর হেলিকপ্টারে ঢাকায় আনা সম্ভব হয়নি। তড়িঘড়ি করে তাকে ফের কেপিজে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা ২২ মিনিটের সিপিআর ও ৩টি ডিসি শকের মাধ্যমে তার জীবন রক্ষা করেন। এরপর এনজিওগ্রামে ধমনিতে ব্লক ধরা পড়লে স্টেন্ট বসানো হয়। দুইদিন চিকিৎসা শেষে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে সুস্থতার সংকেত পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়।
তামিম আপাতত সুস্থ হয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সুযোগ পাচ্ছেন, যা তার ভক্তদের জন্য সুখবর। তবে আবার মাঠে ফিরতে পারবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। চিকিৎসকরা বলছেন, পরবর্তী ৩-৪ মাস তার জন্য গুরুত্বপূর্ণ, এবং সে সময়ের শারীরিক উন্নতির ওপরই নির্ভর করবে তার ক্রিকেটে ফেরার ভবিষ্যৎ।